Posts

Showing posts from May, 2012
Image
  আজ ঈদ তোমাদের মনে হাসি,বুকভরা আনন্দ তোমাদের বাড়ীতে দামী-দামী রান্না- আমাদেরও ঈদ, তবে বুকভরা নয় আনন্দ, নয় গরু,খাসী,পোলাও,ফিরনি,সেমাই বুকের ভিতর বেদনার কান্না। ২ তোমরা খাবে শত রকমের মশলাযুক্ত বাহারীখাবার,পেপসি সাথে গুরুগম্ভীর পাক আমাদের ভাগ্যে কি জোটে ঐগুলো? মূলা,বেগুন, আলু ভর্তা, মোটা চাইলের সাথে শাক। ৩ তোমরা পরবে দামী-দামী ড্রেস, জিন্স প্যান্ট ভি গলার জেব্রা টি শার্ট হাজারও টাকার পান্জাবী,হাজারও টাকার শাড়ী আমরা পরব,ছেড়া লুঙ্গি,তালির স্যান্ডেল ফুটপাত আমাদের রান্নাঘর,ঐ টাই আমাদের বাড়ী। ৪ তোমরা ঘুরবে দামী গাড়ীতে টয়েটা,করোলা,নোহা নন্দন পার্ক,ফ্যান্টাসী কিংডম ব্ন্ধু/ বান্ধবীর বাড়ীতে আমাদের আছে রিকসা,আছে বিয়ারিং লাগানো ছোট টুমটুমে, স্যান্ডেল বিহীন পায়ে হাটা গাড়ীতে। ৫ তোমরা বড়লোক,আমরা গরীব এটাই তোমাদের আমাদের "শাব্দিক" ব্যবধান মরার পরে নেই ব্যবধান শুনে রেখ- জায়গা কিন্তু তিন হাত সমানে সমান।