এক পাগল ছেলের বাবার সাথে কথোপকথোন
২৫-০৭-০৯ বাবাকে আলমারকাজুলে গোসল করানোর সময় ---------------- একটু চোখটা খোল প্লীজ বাবা।এই বাবা এই দেখো আমি তোমাকে কপালে,মুখে স্পরশো করছি।বাবা একটু তাকাও।একটু পাপড়িটা খোল বাবা।প্লীজ বাবা-একটু কথা বল। বাবা বলে ধুর পাগল আমিতো চিরনিদ্রায়,তুই বুঝিসনা কেন চিরনিদ্রায় যারা যায় তারা কথা বলেনা। বাবা তোমার গায়ে এই দেখো আমি সাবান দিয়ে দিচ্ছি,তোমার কি ব্যাথ্যা লাগছে বাবা?বাবা একটু তাকাও এই দেখো আমি কত ভাগ্যবান যে,তুমি আমাকে ছোটবেলায় সাবান দিয়ে গোসল করিয়ে দিতে,আমার চোখের মধ্যে সাবানের ফেনায় চোখ জ্বলতো,বাবা আমি চোখ বুজে দৌড় দিতাম। এই বাবা তোমার কি চোখের মধ্যে সাবানের ফেনায় জ্বলছে?SORRY বাবা এই যে পানি দিয়ে ধুয়ে দিলাম। বাবা তোমাকে অনেক সুন্দর লাগছে বাবা একটু তাকাও আমার দিকে।বাবা এই যে তোমার পা ধুয়ে দিচছী তুমি দেখতে পাচ্ছ?তোমার কি মনে আছে ছোট বেলায় শীতের সময় শীতের ভয়ে পা না ধুয়ে বিছানায় যেতাম,তুমি বিছানা থেকে উঠিয়ে পা ধুয়ে দিতে। বাবা প্লিজ একটু তাকা...