একটা প্রেমের চিঠি
একটা প্রেমের চিঠি
তোমার পড়াশোনা খুব মুল্যবান জানি
কিন্তু একটা প্রেমের চিঠিকে কেন এত তুচ্ছ ভাবো?
পড়াশোনা করেতো কত রাএ কাটাও
কিন্তু একটা প্রেমের চিঠি লিখতে কেন এত আলস্য?
প্রশ্নোওর না হয় লিখলে দামি মসৃন কাগজে,
সুন্দর হস্তাক্ষরে আধুনিক প্যযুক্তির মুদ্রন কলায়,
কিন্তু খাতার মসৃন পাতায় সামান্য
দুটি শব্দ লিখে পাঠালে কি এমন
সময়ের অপচয় হয়?
জানি পড়াশোনায় খুব ব্যস্ত তুমি
তাই বলে কি নিষেধ একটা প্রেমের চিঠি লিখতে?
তার জন্য কি ডাকতে হবে জাতিসংঘের বৈঠক?
সংশোধন করতে হবে কি সংবিধান?
একটা প্রেমের চিঠি লিখলে কি
শেষ হয়ে যাবে বিদ্যা? কলমের কালি?
পড়াশোনা করছো বলে কি লিখবেনা
একটা প্রেমের চিঠি?
তোমাকে কি করে বোঝায়
পড়াশোনার চেয়ে একটা প্রেমের চিঠি
কম মুল্যবান নয়।।
পড়াশোনা করেতো কত রাএ কাটাও
কিন্তু একটা প্রেমের চিঠি লিখতে কেন এত আলস্য?
প্রশ্নোওর না হয় লিখলে দামি মসৃন কাগজে,
সুন্দর হস্তাক্ষরে আধুনিক প্যযুক্তির মুদ্রন কলায়,
কিন্তু খাতার মসৃন পাতায় সামান্য
দুটি শব্দ লিখে পাঠালে কি এমন
সময়ের অপচয় হয়?
জানি পড়াশোনায় খুব ব্যস্ত তুমি
তাই বলে কি নিষেধ একটা প্রেমের চিঠি লিখতে?
তার জন্য কি ডাকতে হবে জাতিসংঘের বৈঠক?
সংশোধন করতে হবে কি সংবিধান?
একটা প্রেমের চিঠি লিখলে কি
শেষ হয়ে যাবে বিদ্যা? কলমের কালি?
পড়াশোনা করছো বলে কি লিখবেনা
একটা প্রেমের চিঠি?
তোমাকে কি করে বোঝায়
পড়াশোনার চেয়ে একটা প্রেমের চিঠি
কম মুল্যবান নয়।।
Comments
Post a Comment