আমার প্রিয় (কাঞ্চনপুর)গ্রামের স্মৃতি নিয়ে লেখা কবিতা😚🤥
#মনযোগ 
সহ আশাকরি পড়লে সেই ছোটবেলার নানা স্মৃতিতে ফিরে যেতে পারবেন🎈🎃
○○○○▪︎▪︎▪︎▪︎○○○○○▪︎▪︎▪︎○○○○

(গ্রামে ফিরে আয়)
#ছোট 
বেলায় গায়ের মাঠে খেলতাম নানান খেলা
সন্ধাবেলায় বাশের ঝাড়ে বসত নানান পাখির মেলা

#অগ্রহায়নে ধানের মাঠে ধানের শিষের গন্ধ
নদীর তীরে, কবির চোখে প্রাকৃতিক নানা ছন্দ

#বর্ষাকালে কলার ভেলায় দুরন্তপনার ছুট
মধ্যরাতে বন্ধুরা মিলে ডাব- নারিকেল লুট

#নানাজাতের ডানকিনি,খরশালা, আর কাকলে মাছের চড়চড়ি
বোশাখ- জোষ্টে সারা গ্রামে আম কাঠালের ছড়াছড়ি

#শিত সকালে ভেজানো চিতই ঠকঠক করে কাপা
ভরা বর্ষায় কুশোরের গুড়,গমেররুটি একবেলা মাপা

#পোষের শীতে হাত সেকানো কুশোরের খোলায়
পুটিমাছের বসত মেলা মদ্দিমাঠের নালায়

#স্কুল পালিয়ে কালীগংগার বুকে কে করেনি স্নান?
কানাকুয়োর মত চোখ লাল দেখে মা হত অভিমান

#মাছ ধরা হত রাবানি দিয়ে টেংরাগাড়ার বিলে
হুড়া খাওয়ার ধুম পড়ত স্কুল মাঠে,বন্ধুরা সবাই মিলে

#ঝন্টু মামার মায়ের কাছে নিয়েছে কোরানের তালিম
গায়ের শাগরেদ, তাদের মাঝে অনেকেই বড় আলিম

#চোতের শেষে, কুশোরের মাঠে, ঘুন্নি ওড়ানোর পাল্লায়
চোরা মুরগির পিকনিক হতো ঊলু বনের কেল্লায়

#আজে চাচার ঘোড়ার গাড়ী, কাদার রাস্তায় বেশ
ধান টানতে পাঠ টানতে এখনো রয়ে গেছে তার রেশ

#ভেটুলের লাটিম,পেপোল্টির গুল্টি,মনে পড়লেই হাসি
সত্যিই আমি আমার গ্রামকে অনেক ভালবাসি

#ধানের আইলে দুবলা, শ্যামার পাল্লা দিয়ে বাড়া
তিল, শরিষা, মসনের পালায় ভরে থাকতো সারা পাড়া

#দুর্গাপুজোয় হননেনপুরের মেলায় যায়নি কে?
বাতাসা, জিলাপী, কদমা, খুরমার মজা বুঝবে সে?

#মা চলে গেছে, বাবা গেছে,তাদের স্মৃতি ভোলা যায়?
গ্রাম ভালবাসি ডেকে বলে ফিরে আয় ফিরে আয়

 

--------------!!!!!!"-------------!!!!!!----------------!!!!!----------

 

Comments

Popular posts from this blog

চতুর্থ শিল্প বিপ্লব কি? ডিজিটাল বিপ্লবের ক্ষেত্রে শিক্ষা কিভাবে ভূমিকা পালন করতে পারে উদাহরণসহ ব্যাখ্যা করুন।

এক পাগল ছেলের বাবার সাথে কথোপকথোন