Posts

Showing posts from August, 2020
  আমার প্রিয় (কাঞ্চনপুর)গ্রামের স্মৃতি নিয়ে লেখা কবিতা 😚🤥 # মনযোগ   সহ আশাকরি পড়লে সেই ছোটবেলার নানা স্মৃতিতে ফিরে যেতে পারবেন । 🎈🎃 ○○○○▪︎▪︎▪︎▪︎○○○○○▪︎▪︎▪︎○○○○ ( গ্রামে ফিরে আয়) # ছোট   বেলায় গায়ের মাঠে খেলতাম নানান খেলা সন্ধাবেলায় বাশের ঝাড়ে বসত নানান পাখির মেলা । # অগ্রহায়নে   ধানের মাঠে ধানের শিষের গন্ধ নদীর তীরে , কবির চোখে প্রাকৃতিক নানা ছন্দ । # বর্ষাকালে   কলার ভেলায় দুরন্তপনার ছুট মধ্যরাতে বন্ধুরা মিলে ডাব- নারিকেল লুট । # নানাজাতের   ডানকিনি , খরশালা , আর কাকলে মাছের চড়চড়ি বোশাখ- জোষ্টে সারা গ্রামে আম কাঠালের ছড়াছড়ি । # শিত   সকালে ভেজানো চিতই ঠকঠক করে কাপা ভরা বর্ষায় কুশোরের গুড় , গমেররুটি একবেলা মাপা । # পোষের   শীতে হাত সেকানো কুশোরের খোলায় পুটিমাছের বসত মেলা মদ্দিমাঠের নালায় । # স্কুল   পালিয়ে কালীগংগার বুকে কে করেনি স্নান ? কানাকুয়োর মত চোখ লাল দেখে মা হত অভিমান । # মাছ   ধরা হত রাবানি দিয়ে টেংরাগাড়ার বিলে হুড়া খাওয়ার ধুম পড়ত স্কুল মাঠে , বন্ধুরা সবাই মিলে । # ঝন্টু   মামার মায়ের কাছে নিয়েছে কোরানের তালিম গায়ের শাগরেদ , তাদের মাঝে অনেকেই
  কবিতা (অভিযোগগুলো বলা হবে কিনা জানিনা) ****************************************** তুই জানিস না মা বাড়িতে গিয়েও আগের মত তোকে খুজে যায়, বারান্দায়, দেউড়ির বেড়ার ফাকে। তুই যেমনটি কচুশাক বা লাঊশাক বা শরিষা শাক ভর্তা বা ভেজে দিতি সেই আষাঢ়ের কাচ্চের সময়। সেই যে স্বাদ, এখন আর নেই, কেঊ দেয়নারে মা আর দিলেই তোর হাতের বেগুন ভর্তার মতো নয়। সেই ইলিশের ঝোলের কথা তোর মনে আছে? গমের রুটির ধাপড়ার সাথে কুশোরের গুড়, মশুরের ডাল। কিছু আছে কিছু নেই মা, কিন্তু তোর হাতের সেই স্বাদ খুজে ফিরি সারা জমীনে, কেন এমন হয় মা? মা তুই কি শুনতে পাস তোর কবরের কাছে গিয়ে কত কথা, কত অভিযোগ, কত অভিমান করি? বুকের পাজর ভেংগে যায় তোকে দেখাতে পারিনা তোর মত আর কে আছে মা? তোর মত ভালবাসে কে? আমার স্পষ্ট মনে আছে, ভরা বর্ষায় একবেলা আতপচালের ভাত, আরেকবেলা লালগমের রুটি। চুলার ধারে সেই সন্ধাঅবধি অপেক্ষা আর অপেক্ষা সে অপেক্ষা এখন আর নেই, কিন্তু আছে অজস্র। যেদিন তুই চলে গেলি, সেদিন থেকেই বুঝেছি, কষ্টের তিমিরে লাল রং কাকে বলে, চিনেছি কেউ কারোনা। জেনেছি তোর মত আর কেঊ ভালবাসবেনা, বুকে আগলে রাখবেনা, আদর করবেনা, কান্না করবেনা। মা তোরাতো এমনি, ত