বাবা কি সবাই হতে পারে?


“খুঁজে যাই তোমাকে

আকাশের কোল জুড়ে হাজার ও
তারার মিলন মেলায়”।।
যে তারাটি সবার থেকে উজ্জ্বল “সেই তুমি”
একমনে গল্প করি,-বারবার প্রশ্ন করি
তুমি কি আমার বাবা?
সেই ছোট বেলায় শুনেছি
মানুষ মারা গেলে নাকি
আকাশের তারা হয়ে যায়-
“খুঁজে যাই তোমাকে
আকাশের কোল জুড়ে হাজার ও
তারার মিলন মেলায়” ।।
কত চাওয়া, কত পাওয়া কত অপুর্নতা,
সব সামনে এসে দাড়ায়-
ওরা বলে বাবা থাকতে এগুলো চাওনি কেন?
আজ শেষ বেলায় এসেছো কেন?
আমার একাকীত্বে, নীরবের কান্নায়
মাঝে-মাঝে ভিজে যায় পান্জাবী বা শার্ট
ছিড়ে যেতে চায়,হৃৎপিন্ডের নরম পেশীগুলো।
জোস্না রাতের আকাশে যখন আলোকিত
পৃথিবী-”বসে ছাদের উপর ঐ মসজিদের
দিকে কে যেন তোমার মতোই যায়।
“খুঁজে যাই তোমাকে
আকাশের কোল জুড়ে হাজার ও
তারার মিলন মেলায়” ।।
আজ অবধি তোমার মত কেউ আদর করেনি,
ভালবাসেনি,সখ্যতাও গড়েনি-
তুমি বল “বাবা ছাড়া এমন কেউ কি আর নেই
যে ঐগুলো পাওয়া যায়না? কেন?
সবাইতো তোমার মতই মানুষ, একই সৃষ্টি,
একই সত্বা।
“বাবা কি সবাই হতে পারে”?
তুমি চলে যাবার পর আজ অবধি
একটা দিনও তরী ভাসাতে পারিনি-
সাহস পায়নি যেতে দুরের কোন ভেলায়।
“খুঁজে যাই তোমাকে
আকাশের কোল জুড়ে হাজার ও
তারার মিলন মেলায়”।।

Comments

Popular posts from this blog

চতুর্থ শিল্প বিপ্লব কি? ডিজিটাল বিপ্লবের ক্ষেত্রে শিক্ষা কিভাবে ভূমিকা পালন করতে পারে উদাহরণসহ ব্যাখ্যা করুন।

এক পাগল ছেলের বাবার সাথে কথোপকথোন